অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা না থাকা সত্ত্বেও অর্থ উপদেষ্টার পরিচিত হওয়ার সুবাদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন খন্দকার রাশেদ মাকসুদ। যে কারনে প্রত্যাশিতভাবেই শেয়ারবাজার হারিয়েছে গতিপথ এবং তার হাত ধরে অতল গহ্বরের দিকে ধাবিত রয়েছে। যার নেতৃত্বাধীন অযোগ্য কমিশনকে অপসারণ ছাড়া শেয়ারবাজারের উন্নয়নের কোন বিকল্প নেই বলে মনে করেন বিনিয়োগকারীরা।

এই মাকসুদ কমিশন গত ১৫ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা না থাকা সত্ত্বেও অর্থ উপদেষ্টার পরিচিত হওয়ার সুবাদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন খন্দকার রাশেদ মাকসুদ। যে কারনে প্রত্যাশিতভাবেই শেয়ারবাজার হারিয়েছে গতিপথ এবং তার হাত ধরে অতল গহ্বরের দিকে ধাবিত রয়েছে। যার নেতৃত্বাধীন অযোগ্য কমিশনকে অপসারণ ছাড়া শেয়ারবাজারের উন্নয়নের কোন বিকল্প নেই বলে মনে করেন বিনিয়োগকারীরা।

এই মাকসুদ কমিশন গত ১৫ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮৯০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪১৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৫৭ কোটি ৫০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৪ কোটি ৩৮ লাখ টাকা বা ১০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৮ টি বা ১২.৩৭ শতাংশের। আর দর কমেছে ২৯২ টি বা ৭৫.২৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.৩৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫ টির, কমেছে ৯৯ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৭২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমেছিল।