একদিনেই শেষ উত্থান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : অযোগ্য খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর থেকে বিনিয়োগকারী শুধুই হারিয়েছে। যার উপর অনাস্থায় টানা ৫ কার্যদিবস পতনের পরে সোমবার (২২ ডিসেম্বর) শেয়ারবাজারে উত্থান হয়েছিল। তবে ওই একদিনেই শেষ। এরপর মঙ্গলবার পতনে ফিরে গেছে।
এই মাকসুদ কমিশন গত ১৬ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : অযোগ্য খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর থেকে বিনিয়োগকারী শুধুই হারিয়েছে। যার উপর অনাস্থায় টানা ৫ কার্যদিবস পতনের পরে সোমবার (২২ ডিসেম্বর) শেয়ারবাজারে উত্থান হয়েছিল। তবে ওই একদিনেই শেষ। এরপর মঙ্গলবার পতনে ফিরে গেছে।
এই মাকসুদ কমিশন গত ১৬ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮৬০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪৮ পয়েন্ট।
এর আগের টানা ৫ কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৫ পয়েন্ট ও গত সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ২২ পয়েন্ট, বুধবার ৩৬ পয়েন্ট, সোমবার ৪৩ পয়েন্ট ও রবিবার ৩১ পয়েন্ট কমেছিল। অর্থাৎ ৫ কার্যদিবসে ডিএসইএক্স সূচকটি কমে ১৩৭ পয়েন্ট।
আজ ডিএসইতে ৪০৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৯৫ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১১ কোটি ৪৬ লাখ টাকা বা ৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৪ টি বা ২১.৫৯ শতাংশের। আর দর কমেছে ২৪২ টি বা ৬২.২১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩ টি বা ১৬.২০ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮ টির, কমেছে ৭৬ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬২১ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছিল।
