লাভেলোর এজিএমে ১৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে শেয়ারহোল্ডাররা পর্ষদের সুপারিশকৃত ১৬% লভ্যাংশ অনুমোদন করেছে।
রবিবার (২৮ই ডিসেম্বর) সকাল ১০ টায় হাইব্রিড প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির নিবন্ধিত অফিস এবং ফ্যাক্টরী বাঁশিল, কাঠালী, ৬ নং ভালুকা ইউনিয়ন পরিষদ, ভালুকা, ময়মনসিংহে এজিএম হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাতিন শামীমা নার্গিস হক।
এজিএমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে শেয়ারহোল্ডাররা পর্ষদের সুপারিশকৃত ১৬% লভ্যাংশ অনুমোদন করেছে।
রবিবার (২৮ই ডিসেম্বর) সকাল ১০ টায় হাইব্রিড প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির নিবন্ধিত অফিস এবং ফ্যাক্টরী বাঁশিল, কাঠালী, ৬ নং ভালুকা ইউনিয়ন পরিষদ, ভালুকা, ময়মনসিংহে এজিএম হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাতিন শামীমা নার্গিস হক।
এজিএমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: একরামুল হক সভার কার্য বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎকর্ম সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ভবিষ্যতও কোম্পানির সাফল্য ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ারহোল্ডারগণ ফিজিক্যালি ও ভার্চুয়ালি ১৪তম বার্ষিক সাধারণ সভায় মতামত প্রদান করেন ও ২০২৪-২০২৫ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ১৬ শতাংশ লভ্যাংশ (১১ শতাংশ নগদ ও ০৫ শতাংশ স্টক) অনুমোদন করেন।
এছাড়াও শেয়ারহোল্ডারগণ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে ২০০ কোটিতে উত্তীর্ণের অনুমোদন সহ অন্যান্য এজেন্ডায় অনুমোদন প্রদান করেছেন।
এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, পরিচালক মুহসীনিনা সারিকা একরাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রুহুল আমিন এফসিএমএ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, কোম্পানি সচিব মো: মহিউদ্দিন সরদার, সিএফও মুশতাক আহমদ, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স মোঃ মাহফুজুর রহমান।
