অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) উত্থান দিয়ে শেষ করে ২০২৫ সালের শেষ কার্যদিবস। এছাড়া উত্থান দিয়ে শুরু করেছে নতুন বছর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) ২০২৬ সালের শুরুটা উত্থান দিয়ে হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯১০ পয়েন্টে। যা আগেরদিন (মঙ্গলবার) বেড়েছিল ৪ পয়েন্ট। তবে চলতি সপ্তাহের আগের দুই কার্যদিবসের মধ্যে সোমবার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) উত্থান দিয়ে শেষ করে ২০২৫ সালের শেষ কার্যদিবস। এছাড়া উত্থান দিয়ে শুরু করেছে নতুন বছর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) ২০২৬ সালের শুরুটা উত্থান দিয়ে হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯১০ পয়েন্টে। যা আগেরদিন (মঙ্গলবার) বেড়েছিল ৪ পয়েন্ট। তবে চলতি সপ্তাহের আগের দুই কার্যদিবসের মধ্যে সোমবার ৭ পয়েন্ট ও রবিবার ১৫ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৩৬৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৫৪ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ১২ লাখ টাকা বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৬৩ টি বা ৬৭.২৬ শতাংশের। আর দর কমেছে ৬৬ টি বা ১৬.৮৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৮৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১ টির, কমেছে ৪০ টির এবং পরিবর্তন হয়নি ১২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭০৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমেছিল।