শেয়ারবাজারে বড় পতনের পরে সোমবার নামমাত্র উত্থান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের বড় পতনের পরে সোমবার (১২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থান হয়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৯ পয়েন্ট।
তবে এর আগের দুইদিনের উত্থানের বৃহস্পতিবার ৬ পয়েন্ট ও বুধবার ৩৯ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৩৫২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের বড় পতনের পরে সোমবার (১২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থান হয়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৯ পয়েন্ট।
তবে এর আগের দুইদিনের উত্থানের বৃহস্পতিবার ৬ পয়েন্ট ও বুধবার ৩৯ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৩৫২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪১২ কোটি ২৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৯ কোটি ৭৮ লাখ টাকা বা ১৪ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪০ টি বা ৩৫.৬২ শতাংশের। আর দর কমেছে ১৭৫ টি বা ৪৪.৫৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৮ টি বা ১৯.৮৫ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৩ টির, কমেছে ৮২ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৬১ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১৭ পয়েন্ট কমেছিল।
