অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়শনের কর্মকর্তারা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) তারেক রহমানের গুলশান অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ডিবিএর কর্মকর্তারা এসময় শেয়ারবাজারের বিভিন্ন সমস্যা ও ভবিষৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।

তারেক রহমান সব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি ক্ষমতায় আসলে শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

বৈঠকে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়শনের কর্মকর্তারা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) তারেক রহমানের গুলশান অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ডিবিএর কর্মকর্তারা এসময় শেয়ারবাজারের বিভিন্ন সমস্যা ও ভবিষৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।

তারেক রহমান সব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি ক্ষমতায় আসলে শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন ও রিচার্ড ডি’ রোজারিও, ডিবিএ'র সাইফুল ইসলাম, মার্চেন্ট ব্যাংকের সেক্রেটারি সুমিত পোদ্দারসহ ডিএসই-সিএসই-ডিবিএ ও মার্চেন্ট ব্যাংকের নেতৃবৃন্দ।

গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পুঁজিবাজার অকার্যকর অবস্থায় রয়েছে। এর মধ্যেও জিডিপির তুলনায় কিছুটা এগিয়েছে, যা অবাক করার মত মন্তব্য করে আমির খসরু বলেন, অবাক করার মতো বিষয় হলো, একটি অকার্যকর পুঁজিবাজার নিয়েও অর্থনীতি এতোদূর এগিয়েছে।

পুঁজিবাজার অকার্যকর হওয়ায় সবাই রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যার ফলে শর্ট-টার্ম ডিপোজিট(স্বল্প মেয়াদী আমানত) ও লং-টার্ম লেন্ডিংয়ের(দীর্ঘ মেয়াদে ঋণ) দিকে গিয়েছে ব্যাংকগুলো-বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

পুঁজিবাজার কার্যকর না হওয়ায় সরকার আইএমএফ এর কাছ থেকে অনেক শর্তের ঋণ নিয়েছে বলে পর্যবেক্ষণ তুলে ধরে আমির খসরু বলেন, উড়োজাহাজ কেনা ও রেলওয়ের বড় খাতে বিনিয়োগের জন্য এখন বিদেশে ধার করতে যেতে হয়। এত বড় অর্থায়নের জায়গা নেই।