বিনিয়োগকারীরা একদিনেই হারালো ৯.৮৬ লক্ষ কোটি টাকা
অর্থ বাণিজ্য ডেস্ক : ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার জেরে অস্থির ভারতের শেয়ারবাজার। দেশটির শেয়ারবাজার টানা পতনে রয়েছে। এরইমধ্য বিদেশীরা তুলে নিচ্ছেন বিনিয়োগ।
ভারতের শেয়ারবাজারে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সোমবার ৩২৪ পয়েন্ট পতনের পরে মঙ্গলবার আরও ১০৬৫.৭১ কমেছে সেনসেক্স সূচকটি। এতে করে সূচকটি নেমেছে ৮২,০১০.৫৮ অঙ্কে।
মঙ্গলবারের পতনেই বিনিয়োগকারীদের শেয়ারের দাম কমে ৯.৮৬ লক্ষ কোটি টাকা।
ভারতের সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। আমেরিকার প্রেসিডেন্টের ভেনেজ়ুয়েলায় সামরিক হামলা এবং গ্রিনল্যান্ডের দখল ...
অর্থ বাণিজ্য ডেস্ক : ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার জেরে অস্থির ভারতের শেয়ারবাজার। দেশটির শেয়ারবাজার টানা পতনে রয়েছে। এরইমধ্য বিদেশীরা তুলে নিচ্ছেন বিনিয়োগ।
ভারতের শেয়ারবাজারে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সোমবার ৩২৪ পয়েন্ট পতনের পরে মঙ্গলবার আরও ১০৬৫.৭১ কমেছে সেনসেক্স সূচকটি। এতে করে সূচকটি নেমেছে ৮২,০১০.৫৮ অঙ্কে।
মঙ্গলবারের পতনেই বিনিয়োগকারীদের শেয়ারের দাম কমে ৯.৮৬ লক্ষ কোটি টাকা।
ভারতের সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। আমেরিকার প্রেসিডেন্টের ভেনেজ়ুয়েলায় সামরিক হামলা এবং গ্রিনল্যান্ডের দখল ঘিরে নেটোর ইউরোপীয় সদস্য দেশগুলিকে শুল্ক বৃদ্ধির হুমকি আরও বেশি উদ্বিগ্ন করে তুলেছে।
