অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জুলাই–ডিসেম্বর ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে ৪টি বা ২৭ শতাংশ কোম্পানির ইপিএসে উত্থান হয়েছে।

ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর ইপিএসের তথ্য তুলে ধরা হয়েছে।

ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ৪টি কোম্পানির মুনাফা (১টি মুনাফায় ফিরেছে) বেড়েছে। এছাড়া মুনাফা কমেছে ৭ কোম্পানির (২টি লোকসানে নেমেছে), ২টি কোম্পানির ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জুলাই–ডিসেম্বর ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে ৪টি বা ২৭ শতাংশ কোম্পানির ইপিএসে উত্থান হয়েছে।

ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর ইপিএসের তথ্য তুলে ধরা হয়েছে।

ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ৪টি কোম্পানির মুনাফা (১টি মুনাফায় ফিরেছে) বেড়েছে। এছাড়া মুনাফা কমেছে ৭ কোম্পানির (২টি লোকসানে নেমেছে), ২টি কোম্পানির লোকসান কমেছে ও ২টির লোকসান বেড়েছে।

নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম

৬ মাসের ইপিএস

(জুলাই-ডিসেম্বর ২৫)

৬ মাসের ইপিএস

(জুলাই-ডিসেম্বর ২৪)

হ্রাস/বৃদ্ধির হার

রানার অটো

০.২৬

(০.৩৭)

১৭০%

কুইন সাউথ

০.১৫

০.০৮

৮৮%

শমরিতা হসপিটাল

০.৮৩

০.৬০

৩৮%

মেঘনা পেট্রোলিয়াম

২৮.৫৯

২৭.৮২

৩%

আমান ফিড

০.৪৬

০.৫৩

(১৩%)

মীর আক্তার

০.৫৯

০.৭৩

(১৯%)

আমান কটন

০.০৯

০.১৩

(৩১%)

অগ্নি সিস্টেমস

০.৫৭

০.৯২

(৩৮%)

জেএমআই হসপিটাল

০.৪৯

১.০৬

(৫৪%)

জেএমআই সিরিঞ্জ

(০.৫১)

১.৭১

(১৬৯%)

ন্যাশনাল টিউবস

(১.২৩)

০.৩৬

(৪৪২%)

এটলাস বাংলাদেশ

(০.৪৬)

(০.৫৫)

১৬%

ইনটেক

(০.১৮)

(০.১৯)

৫%

শ্যামপুর সুগার

(২৫.০৬)

(২৩.৩৪)

(৭%)

উসমানিয়া গ্লাস

(২.৮৩)

(২.৫৪)

(১১%)