একনজরে দেখে নিন ১৫ কোম্পানির ইপিএস
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জুলাই–ডিসেম্বর ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে ৪টি বা ২৭ শতাংশ কোম্পানির ইপিএসে উত্থান হয়েছে।
ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর ইপিএসের তথ্য তুলে ধরা হয়েছে।
ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ৪টি কোম্পানির মুনাফা (১টি মুনাফায় ফিরেছে) বেড়েছে। এছাড়া মুনাফা কমেছে ৭ কোম্পানির (২টি লোকসানে নেমেছে), ২টি কোম্পানির ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জুলাই–ডিসেম্বর ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে ৪টি বা ২৭ শতাংশ কোম্পানির ইপিএসে উত্থান হয়েছে।
ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর ইপিএসের তথ্য তুলে ধরা হয়েছে।
ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ৪টি কোম্পানির মুনাফা (১টি মুনাফায় ফিরেছে) বেড়েছে। এছাড়া মুনাফা কমেছে ৭ কোম্পানির (২টি লোকসানে নেমেছে), ২টি কোম্পানির লোকসান কমেছে ও ২টির লোকসান বেড়েছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
|
কোম্পানির নাম |
৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৫) |
৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৪) |
হ্রাস/বৃদ্ধির হার |
|
রানার অটো |
০.২৬ |
(০.৩৭) |
১৭০% |
|
কুইন সাউথ |
০.১৫ |
০.০৮ |
৮৮% |
|
শমরিতা হসপিটাল |
০.৮৩ |
০.৬০ |
৩৮% |
|
মেঘনা পেট্রোলিয়াম |
২৮.৫৯ |
২৭.৮২ |
৩% |
|
আমান ফিড |
০.৪৬ |
০.৫৩ |
(১৩%) |
|
মীর আক্তার |
০.৫৯ |
০.৭৩ |
(১৯%) |
|
আমান কটন |
০.০৯ |
০.১৩ |
(৩১%) |
|
অগ্নি সিস্টেমস |
০.৫৭ |
০.৯২ |
(৩৮%) |
|
জেএমআই হসপিটাল |
০.৪৯ |
১.০৬ |
(৫৪%) |
|
জেএমআই সিরিঞ্জ |
(০.৫১) |
১.৭১ |
(১৬৯%) |
|
ন্যাশনাল টিউবস |
(১.২৩) |
০.৩৬ |
(৪৪২%) |
|
এটলাস বাংলাদেশ |
(০.৪৬) |
(০.৫৫) |
১৬% |
|
ইনটেক |
(০.১৮) |
(০.১৯) |
৫% |
|
শ্যামপুর সুগার |
(২৫.০৬) |
(২৩.৩৪) |
(৭%) |
|
উসমানিয়া গ্লাস |
(২.৮৩) |
(২.৫৪) |
(১১%) |
