একনজরে দেখে নিন ২৭ কোম্পানির ইপিএস
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৭ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জুলাই–ডিসেম্বর ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে ১১টি বা ৪১ শতাংশ কোম্পানির ইপিএসে উত্থান হয়েছে।
ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কোম্পানিগুলোর পর্ষদ সভা শেষে ইপিএসের তথ্য প্রকাশ করা হয়েছে।
ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ১১টি কোম্পানির মুনাফা (১টি মুনাফায় ফিরেছে) বেড়েছে। এছাড়া মুনাফা কমেছে ৯ কোম্পানির (১টি লোকসানে নেমেছে), ৪টি ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৭ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জুলাই–ডিসেম্বর ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে ১১টি বা ৪১ শতাংশ কোম্পানির ইপিএসে উত্থান হয়েছে।
ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কোম্পানিগুলোর পর্ষদ সভা শেষে ইপিএসের তথ্য প্রকাশ করা হয়েছে।
ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ১১টি কোম্পানির মুনাফা (১টি মুনাফায় ফিরেছে) বেড়েছে। এছাড়া মুনাফা কমেছে ৯ কোম্পানির (১টি লোকসানে নেমেছে), ৪টি কোম্পানির লোকসান কমেছে ও ৩টির লোকসান বেড়েছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
|
কোম্পানির নাম |
৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৫) |
৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৪) |
হ্রাস/বৃদ্ধির হার |
|
খান ব্রাদার্স |
০.৩৬ |
০.০৭ |
৪১৪% |
|
পাওয়ার গ্রীড |
৫.২২ |
১.৫৫ |
২৩৭% |
|
ইভিন্স টেক্সটাইল |
০.১৯ |
(০.২২) |
১৮৬% |
|
ডরিন পাওয়ার |
৩.০৫ |
২.০১ |
৫২% |
|
নাভানা ফার্মা |
৩.৩৮ |
২.২৫ |
৫০% |
|
মুন্নু সিরামিক |
০.৩১ |
০.২১ |
৪৮% |
|
এমবি ফার্মা |
১.৮৬ |
১.৩২ |
৪১% |
|
বিকন ফার্মা |
৪.৭৩ |
৩.৪৭ |
৩৬% |
|
একমি ল্যাব |
৬.১১ |
৫.৪৭ |
১২% |
|
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ |
০.৬৭ |
০.৬১ |
১০% |
|
*বার্জার পেইন্টস |
৫৫.৪৩ |
৫২.২০ |
৬% |
|
ইনডেক্স অ্যাগ্রো |
১.৭৬ |
১.৯৭ |
(১১%) |
|
আরগন ডেনিমস |
০.৬৭ |
১.০২ |
(৩৪%) |
|
তসরিফা ইন্ডাস্ট্রিজ |
০.১৭ |
০.২৬ |
(৩৫%) |
|
নাহি অ্যালুমিনিয়াম |
০.১৫ |
০.২৮ |
(৪৬%) |
|
প্রিমিয়ার সিমেন্ট |
০.১৯ |
০.৩৬ |
(৪৭%) |
|
ক্রাউন সিমেন্ট |
০.৭৯ |
১.৫২ |
(৪৮%) |
|
মুন্নু অ্যাগ্রো |
০.৪০ |
১.৪০ |
(৭১%) |
|
ভিএফএস থ্রেড |
০.০২ |
০.০৭ |
(৭১%) |
|
ফারইস্ট নিটিং |
(০.৯১) |
০.৭৩ |
(২২৫%) |
|
অলিম্পিক এক্সেসরিজ |
(০.৩৪) |
(০.৩৫) |
৩% |
|
সেন্ট্রাল ফার্মা |
(০.১৪) |
(০.১৬) |
১৩% |
|
তিতাস গ্যাস |
(৩.৯৫) |
(৭.১৯) |
৪৫% |
|
জাহিন স্পিনিং |
(০.১৪) |
(১.১৫) |
৮৮% |
|
লুব-রেফ |
(১.৬৪) |
(০.১৯) |
(৭৬৩%) |
|
জিল বাংলা |
(৪৮.৯৪) |
(৩৬.৯৫) |
(৩২%) |
|
গোল্ডেন হার্ভেস্ট |
(০.১৮) |
(০.১৫) |
(২০%) |
*বার্জার পেইন্টসের ৯ মাসের (এপ্রিল-ডিসেম্বর ২০২৫) ইপিএসের তথ্য প্রকাশ করা হয়েছে।
