শেয়ারবাজারে পতন দিয়ে জানুয়ারিকে বিদায়
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। এরমাধ্যমে পতন দিয়ে শেষ হয়েছে জানুয়ারি মাসের যাত্রা। এছাড়া এ মাসের শেষ কার্যদিবসে লেনদেনও কমেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৫৪ পয়েন্টে। যা এর আগের ৩ কার্যদিবসের মধ্যে বুধবার ৩৪ পয়েন্ট, মঙ্গলবার ৬০ পয়েন্ট ও সোমবার ৮ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৫৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। এরমাধ্যমে পতন দিয়ে শেষ হয়েছে জানুয়ারি মাসের যাত্রা। এছাড়া এ মাসের শেষ কার্যদিবসে লেনদেনও কমেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৫৪ পয়েন্টে। যা এর আগের ৩ কার্যদিবসের মধ্যে বুধবার ৩৪ পয়েন্ট, মঙ্গলবার ৬০ পয়েন্ট ও সোমবার ৮ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ৫৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৬৩৩ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৮৩ কোটি ৭১ লাখ টাকা বা ১৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯২ টি বা ২৩.৪১ শতাংশের। আর দর কমেছে ২৪৩ টি বা ৬১.৮৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৭৬ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২ টির, কমেছে ১০৯ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৬৬ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১৪ পয়েন্ট বেড়েছিল।
