সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমান। অপরদিকে সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৩৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২.৭৩ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৭০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪০৯ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে ...

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমান। অপরদিকে সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৩৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২.৭৩ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৭০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪০৯ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৯ কোটি ২১ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭১ টি বা ২৩.৯০ শতাংশের। আর দর কমেছে ৫৫ টি বা ১৮.৫১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭১ টি বা ৫৭.৫৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২ টির, কমেছে ৩১ টির এবং পরিবর্তন হয়নি ৭০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৯৫ পয়েন্টে।