শেয়ারবাজারে উত্থান

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২২৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৫.৭২ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০২ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে ...
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২২৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৫.৭২ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০২ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮৫ কোটি ৭৪ লাখ টাকার বা ২৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৯ টি বা ২২.৩৩ শতাংশের। আর দর কমেছে ৭০ টি বা ২২.৬৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭০ টি বা ৫৫ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১ টির, কমেছে ২৯ টির এবং পরিবর্তন হয়নি ১০৩ টির । এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৭৯ পয়েন্টে।