এলপিজি ট্যাংকার কিনবে এমজেএল বিডি

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ এর পরিচালনা পর্ষদ নতুন এলপিজি ট্যাংকার কিনতে অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, এমজেএল বাংলাদেশ ৩ কোটি ২৫ লাখ টাকা দিয়ে ১১ হাজার সিবিএম প্রেসারাইজড এলপিজি ট্যাংকার কিনবে। এছাড়া ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে শিপ বিল্ডিং তদারকি, পরামর্শ ফি, টেকওভার সংক্রান্ত ব্যয়, আইনগত ফি, অপারেশনাল ফি ও ভ্রমণগত বিষয়ে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ এর পরিচালনা পর্ষদ নতুন এলপিজি ট্যাংকার কিনতে অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, এমজেএল বাংলাদেশ ৩ কোটি ২৫ লাখ টাকা দিয়ে ১১ হাজার সিবিএম প্রেসারাইজড এলপিজি ট্যাংকার কিনবে। এছাড়া ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে শিপ বিল্ডিং তদারকি, পরামর্শ ফি, টেকওভার সংক্রান্ত ব্যয়, আইনগত ফি, অপারেশনাল ফি ও ভ্রমণগত বিষয়ে।