ডিএসইতে লেনদেন ছাড়ালো ছয়শো কোটি

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ছাড়িয়েছে ছয়শো কোটির উপরে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমানও ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৩.০৬ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৬০১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯১ কোটি ৭৭ ...
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ছাড়িয়েছে ছয়শো কোটির উপরে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমানও ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৩.০৬ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৬০১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯১ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯ কোটি ৫০ লাখ টাকার বা ১.৬০ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৫ টি বা ২১.৮৬ শতাংশের। আর দর কমেছে ৮৩ টি বা ২৪.১৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮৫ টি বা ৫৩.৯৩ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬ টির, কমেছে ৫৪ টির এবং পরিবর্তন হয়নি ৭১ টির । এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৭১ পয়েন্টে।