রবিবার (১৭ ডিসেম্বর)ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৫৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩.৯৮ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৬২৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮১ কোটি ১৪ লাখ টাকা। এ ...

রবিবার (১৭ ডিসেম্বর)ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৫৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩.৯৮ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৬২৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮১ কোটি ১৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪৩ কোটি ৫৪ লাখ বা ২৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৩ টি বা ১২.২১ শতাংশের। আর দর কমেছে ১৩১ টি বা ৩৭.২১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৮ টি বা ৫০.৫৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪১ টির, কমেছে ৫৯ টির এবং পরিবর্তন হয়নি ৯২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৭৪ পয়েন্টে।