বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতেও মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৪৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ০.৯৫ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৬২৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৮৯ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬২ ...

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতেও মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৪৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ০.৯৫ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৬২৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৮৯ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬২ কোটি ৪৭ লাখ টাকার বা ৯.০৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৫ টি বা ১৫.৩২ শতাংশের। আর দর কমেছে ১০৬ টি বা ২৯.৫২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৯৮ টি বা ৫৫.১৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫ টির, কমেছে ৬৮ টির এবং পরিবর্তন হয়নি ৯১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৫১ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৮৫৪১ পয়েন্টে।