শেয়ারবাজারে উত্থান

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৪৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১.৩৫ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৬৬০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮৩ কোটি ৭২ লাখ টাকা। এ ...
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৪৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১.৩৫ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৬৬০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮৩ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৫৪ লাখ বা ৩৬ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৩ টি বা ২৬.৮০ শতাংশের। আর দর কমেছে ৭২ টি বা ২০.৭৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮২ টি বা ৫২.৪৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১ টির, কমেছে ৫৬ টির এবং পরিবর্তন হয়নি ৯৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫২০ পয়েন্টে।