সোমবার (১ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতেও মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৪২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২.৬১ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৪৪৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৬০ কোটি ৬২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২১৬ ...

সোমবার (১ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতেও মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৪২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২.৬১ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৪৪৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৬০ কোটি ৬২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২১৬ কোটি ৮৩ লাখ টাকার বা ৩২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮০ টি বা ২৩.৯৫ শতাংশের। আর দর কমেছে ৮৬ টি বা ২৫.৭৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৮ টি বা ৫০.২৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯ টির, কমেছে ৫৪ টির এবং পরিবর্তন হয়নি ৯৩ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৮৫০৫ পয়েন্টে।