নির্বাচন পরবর্তী প্রথমদিনে শেয়ারবাজারে উত্থান

জাতীয় নির্বাচন পরবর্তী প্রথমদিন সোমবার (০৮ জানুয়ারি) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) লেনদেন কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৭০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮ পয়েন্ট।
সোমবার ডিএসইতে ৪৪১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৪৪ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন ...
জাতীয় নির্বাচন পরবর্তী প্রথমদিন সোমবার (০৮ জানুয়ারি) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) লেনদেন কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৭০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮ পয়েন্ট।
সোমবার ডিএসইতে ৪৪১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৪৪ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৬৮ লাখ টাকার বা ২৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯ টি বা ৩৫.৮৪ শতাংশের। আর দর কমেছে ৪৪ টি বা ১৩.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৯ টি বা ৫০.৯০ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ১০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯ টির, কমেছে ২০ টির এবং পরিবর্তন হয়নি ৭২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৬৮ পয়েন্টে।