আইসিবির প্রভিশনিং ঘাটতি ৭১৬ কোটি টাকা

কারসাজিকরদের শেয়ার ডাম্পিংয়ের সবচেয়ে বড় আশ্রয়স্থল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) অনেক আনরিয়েলাইজড লোকসানে রয়েছে। তবে এর বিপরীতে যথাযথ সঞ্চিতি (প্রভিশনিং) করতে পারেনি। যেখানে ৭১৬ কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে। যা না করে মুনাফা ও সম্পদ বেশি দেখানো হয়েছে।
কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
আইসিবি থেকে সিকিউরিটিজে ১৩ হাজার ২০৯ কোটি ৪২ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। যার বাজার দর দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪৭ কোটি ৮৭ লাখ ...
কারসাজিকরদের শেয়ার ডাম্পিংয়ের সবচেয়ে বড় আশ্রয়স্থল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) অনেক আনরিয়েলাইজড লোকসানে রয়েছে। তবে এর বিপরীতে যথাযথ সঞ্চিতি (প্রভিশনিং) করতে পারেনি। যেখানে ৭১৬ কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে। যা না করে মুনাফা ও সম্পদ বেশি দেখানো হয়েছে।
কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
আইসিবি থেকে সিকিউরিটিজে ১৩ হাজার ২০৯ কোটি ৪২ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। যার বাজার দর দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪৭ কোটি ৮৭ লাখ টাকায়। এক্ষেত্রে আনরিয়েলাইজড লোকসানে ১ হাজার ৭৬১ কোটি ৫৫ লাখ টাকা। যার সমপরিমাণ সঞ্চিতি গঠন করা দরকার। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ৭১৬ কোটি ৪ লাখ টাকার কম সঞ্চিতি গঠন করেছে।
উল্লেখ্য, ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ৮৬৭ কোটি ২৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের আইসিবিতে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩.৫১ শতাংশ। শনিবার (১৩ জানুয়ারি) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৮৫.৫০ টাকায়।