শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান, লেনদেনের পতন

সোমবার (১৫ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩১৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১.১১ পয়েন্ট।
সোমবার ডিএসইতে ৬৭৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৬৪ কোটি ৯৪ লাখ টাকা। ...
সোমবার (১৫ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩১৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১.১১ পয়েন্ট।
সোমবার ডিএসইতে ৬৭৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৬৪ কোটি ৯৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৯০ কোটি ৬৭ লাখ বা ১১.৮৫ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০১ টি বা ২৯.৮৮ শতাংশের। আর দর কমেছে ৬৮ টি বা ২০.১১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৯ টি বা ৫০ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪ টির, কমেছে ৪৬ টির এবং পরিবর্তন হয়নি ৬৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৯৯ পয়েন্টে।