রবিবার (১১ ফেব্রুয়ারী)ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের বাড়লেও কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৪৪৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২০.৮৫ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ১ হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৮৫৭ কোটি ...

রবিবার (১১ ফেব্রুয়ারী)ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের বাড়লেও কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৪৪৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২০.৮৫ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ১ হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫ কোটি ২৪ লাখ বা ০.২৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৫ টি বা ৪১.৮৭ শতাংশের। আর দর কমেছে ১৯৬ টি বা ৪৯.৭৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩ টি বা ৮.৩৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৮ টির, কমেছে ১৪৬ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০৯.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬০৫ পয়েন্টে।