মুনাফার অর্ধেকও শেয়ারহোল্ডারদের দেবে না সামিট পাওয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৫২ শতাংশ কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে অর্ধেকও শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট পাওয়ারের ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ২.০৭ টাকা হিসেবে ২২১ কোটি ৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১ টাকা করে মোট ১০৬ কোটি ৭৯ লাখ টাকা বা মুনাফার ৪৮% ...
শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৫২ শতাংশ কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে অর্ধেকও শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট পাওয়ারের ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ২.০৭ টাকা হিসেবে ২২১ কোটি ৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১ টাকা করে মোট ১০৬ কোটি ৭৯ লাখ টাকা বা মুনাফার ৪৮% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ১১৪ কোটি ২৬ লাখ টাকা বা ৫২% কোম্পানিতে রেখে দেওয়া হবে।
এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ৪৭% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের বছরের ৩.৮৭ টাকার ইপিএস কমে ২০২২-২৩ অর্থবছরে হয়েছে ২.০৭ টাকা।
উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সামিট পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬৭ কোটি ৯০ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ২০ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৭.৫০ টাকায়।