অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তি সম্পন্ন লাফার্জহোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ৫৮১ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানিটির নিট মুনাফার ৯৮ শতাংশ। এ হিসেবে মুনাফার প্রায় পুরোটাই শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ি, লাফার্জহোলসিম থেকে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ৫ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২৩ সালের ব্যবসায় মোট ৫৮০ কোটি ৬৯ লাখ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তি সম্পন্ন লাফার্জহোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ৫৮১ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানিটির নিট মুনাফার ৯৮ শতাংশ। এ হিসেবে মুনাফার প্রায় পুরোটাই শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ি, লাফার্জহোলসিম থেকে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ৫ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২৩ সালের ব্যবসায় মোট ৫৮০ কোটি ৬৯ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

এর আগের বছর শেয়ারহোল্ডারদের ৪৮ শতাংশ হারে শেয়ারপ্রতি ৪.৮০ টাকা করে মোট ৫৫৭ কোটি ৪৬৫ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়।

এ কোম্পানিটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.১২ টাকা হিসেবে ৫৯৪ কোটি ৬২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৫৮০ কোটি ৬৯ লাখ টাকার বা ৯৭.৬৬% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ১৩ কোটি ৯৩ লাখ টাকা বা ২.৩৪% রিজার্ভে যোগ হবে।

আরও পড়ুন......

জিপি ও বিএটিবিসি দেবে ২২২৮ কোটি টাকার লভ্যাংশ

উল্লেখ্য, ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া লাফার্জহোলসিমের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩৫.৮৫ শতাংশ।