ইস্টার্ন ব্যাংক দেবে ১৫১ কোটি টাকার নগদ লভ্যাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ১৫১ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানিটির নিট মুনাফার প্রায় ২৫ শতাংশ। এছাড়া সমপরিমাণ বোনাস শেয়ার ইস্যু করা হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ি, ইস্টার্ন ব্যাংক থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১.২৫ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২৩ সালের ব্যবসায় মোট ১৫০ কোটি ৯০ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ১৫১ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানিটির নিট মুনাফার প্রায় ২৫ শতাংশ। এছাড়া সমপরিমাণ বোনাস শেয়ার ইস্যু করা হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ি, ইস্টার্ন ব্যাংক থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১.২৫ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২৩ সালের ব্যবসায় মোট ১৫০ কোটি ৯০ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। এছাড়া ১২.৫০ শতাংশ হারে একই পরিমাণ বোনাস লভ্যাংশ দেওয়া হবে।
এ কোম্পানিটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.০৭ টাকা হিসেবে ৬১২ কোটি ৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৫০ কোটি ৯০ লাখ টাকার বা ২৪.৬৫% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। আর ১৫০ কোটি ৯০ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। বাকি ৩১০ কোটি ২৭ লাখ টাকা বা ৫০.৭০% রিজার্ভে যোগ হবে।
লাফার্জহোলসিম দেবে ৫৮১ কোটি টাকার নগদ লভ্যাংশ
উল্লেখ্য, ১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইস্টার্ন ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ২০৭ কোটি ২৪ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৩৩ শতাংশ। কোম্পানিটির ১১ মার্চ শেয়ার দর দাঁড়িয়েছে ৩১.৬০ টাকা।