সূচকের টানা পতন,কমেছে লেনদেন

মঙ্গলবার (১২ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০০৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৬.৮৪ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৫৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৫৪ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৯০ ...
মঙ্গলবার (১২ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০০৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৬.৮৪ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৫৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৫৪ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৯০ কোটি ৬২ লাখ টাকার বা ২৫ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৫ টি বা ১১.৩০ শতাংশের। আর দর কমেছে ৩০৮ টি বা ৭৭.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৩০ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০ টির, কমেছে ১৪৫ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪.১৩ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৭২৬৩ পয়েন্টে।