মুনাফার ৫৯ শতাংশ রেখে দেবে আইডিএলসি ফাইন্যান্স

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৫৯ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের মাত্র ৪১ শতাংশ দেওয়া হবে। যে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৩ সালে মুনাফা কমেছে ২১ শতাংশ।
আইডিএলসি ফাইন্যান্সের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৩.৬৪ টাকা হিসেবে ১৫১ কোটি ৩১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৫% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে মোট ৬২ কোটি ৩৫ লাখ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৫৯ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের মাত্র ৪১ শতাংশ দেওয়া হবে। যে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৩ সালে মুনাফা কমেছে ২১ শতাংশ।
আইডিএলসি ফাইন্যান্সের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৩.৬৪ টাকা হিসেবে ১৫১ কোটি ৩১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৫% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে মোট ৬২ কোটি ৩৫ লাখ টাকা বা মুনাফার ৪১.২১% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ৮৮ কোটি ৯৬ লাখ টাকা বা ৫৮.৭৯% কোম্পানিতে রেখে দেওয়া হবে।
এর আগের বছর শেয়ারপ্রতি ৪.৬১ টাকা বা নিট ১৯১ কোটি ৪৫ লাখ টাকা মুনাফার বিপরীতে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ হারে ৬২ কোটি ৩৫ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়। যা ছিল মুনাফার ৩২.৫৭ শতাংশ।
এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২১% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের বছরের ৪.৬১ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩ সালে হয়েছে ৩.৬৪ টাকা।
উল্লেখ্য, ১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আইডিএলসি ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪১৫ কোটি ৭০ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১২ মার্চ দাঁড়িয়েছে ৩৮.২০ টাকায়।