অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে আগামী ৩ বছরের জন্য পুন:রায় নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১৪ মার্চ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে চিঠি দেওয়া হয়।

বিএসইসির দেওয়া চিঠিতে বলা হয়, ডিএসইর বোর্ড ও প্রশাসন আইন-২০১৩ এর ৫ (২) ধারা অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে আগামী ৩ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে আগামী ৩ বছরের জন্য পুন:রায় নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১৪ মার্চ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে চিঠি দেওয়া হয়।

বিএসইসির দেওয়া চিঠিতে বলা হয়, ডিএসইর বোর্ড ও প্রশাসন আইন-২০১৩ এর ৫ (২) ধারা অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে আগামী ৩ বছরের জন্য পুনরায় ডিএসই'র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১৫ মার্চ থেকে আগামী ৩ বছরের জন্য তার নতুন নিয়োগ গণ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।