অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৪৫৪ কোটি ৩৪ লাখ টাকা বা ৭১ শতাংশই ব্যাংকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে থেকে ১২২ কোটি ৪৬ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা রিজার্ভে রাখা হবে।

সিটি ব্যাংকের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.২১ টাকা হিসেবে ৬৩৮ কোটি ৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৫% নগদ লভ্যাংশ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৪৫৪ কোটি ৩৪ লাখ টাকা বা ৭১ শতাংশই ব্যাংকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে থেকে ১২২ কোটি ৪৬ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা রিজার্ভে রাখা হবে।

সিটি ব্যাংকের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.২১ টাকা হিসেবে ৬৩৮ কোটি ৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৫% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে মোট ১৮৩ কোটি ৬৯ লাখ টাকা বা মুনাফার ২৮.৭৯% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৪৫৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যাংকেই রেখে দেওয়া হবে।

ওই ৪৫৪ কোটি ৩৪ লাখ টাকার মধ্য থেকে ১০ শতাংশ বোনাস হিসেবে ১২২ কোটি ৪৬ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা রিজার্ভে রাখা হবে।

এ ব্যাংকটির আগের বছরের তুলনায় ২০২৩ সালে ৩১% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ৩.৯৮ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩ সালে হয়েছে ৫.২১ টাকা। উল্লেখ্য, ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সিটি ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ২২৪ কোটি ৬২ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ৩০ মার্চ দাঁড়িয়েছে ২২.৫০ টাকায়।