অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার থেকে সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে বেক্সিমকো। যা নেওয়ার আগে কোম্পানিটির মুনাফায় চমক দেখা যায়। তবে টাকা সংগ্রহের পরে মুনাফা কমতে কমতে তলানিতে চলে এসেছে। সেই কোম্পানিটি এখন জিরো কূপন বন্ড ইস্যুর মাধ্যমে ২ হাজার ৬২৫ কোটি টাকা সংগ্রহ করার অনুমোদন দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (৩১ মার্চ) বিএসইসির নিয়মিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

দুই হাজার ৬২৫ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার থেকে সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে বেক্সিমকো। যা নেওয়ার আগে কোম্পানিটির মুনাফায় চমক দেখা যায়। তবে টাকা সংগ্রহের পরে মুনাফা কমতে কমতে তলানিতে চলে এসেছে। সেই কোম্পানিটি এখন জিরো কূপন বন্ড ইস্যুর মাধ্যমে ২ হাজার ৬২৫ কোটি টাকা সংগ্রহ করার অনুমোদন দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (৩১ মার্চ) বিএসইসির নিয়মিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

দুই হাজার ৬২৫ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে ব্যাংক ঋণ ও মায়ানগর প্রকল্পের উন্নয়নের জন্য ডেভেলপারকে ঋণ প্রদান করবে বেক্সিমকো।

বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫০ হাজার টাকা। বন্ডটির ডিসকাউন্ট রেট ১৫%। যা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স এবং বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আইএফআইসি ইনভেস্টমেন্ট।

শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৭.৩৫ টাকা। এতে করে ইপিএস কমেছে ৭.৩২ টাকা বা ৯৯.৫৯ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.৬০ টাকা। এতে করে ইপিএস কমেছে ২.৭৮ টাকা বা ৭৭ শতাংশ।

এর আগে কোম্পানিটির ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৩) ইপিএস হয় (০.৭৯) টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.৮৩ টাকা। এতে করে ইপিএস কমে ৪.৬২ টাকা বা ১২০ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৩.৯৮ টাকায়।