শেয়ারবাজারে পতন

মঙ্গলবার (২ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনর পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৩৮ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬৮.৩২ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৩৬৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৮ কোটি ৮২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১০১ ...
মঙ্গলবার (২ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনর পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৩৮ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬৮.৩২ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৩৬৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৮ কোটি ৮২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১০১ কোটি ১৬ লাখ টাকার বা ২১.৫৭ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯ টি বা ২০.২৫ শতাংশের। আর দর কমেছে ২৬৮ টি বা ৬৮.৭১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৩ টি বা ১১.০২ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০ টির, কমেছে ১২৮ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.৪২ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬৪৩৭ পয়েন্টে।