অর্থ বাণিজ্য প্রতিবেদক : নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের চেয়ারম্যান পদে পূণ:নিয়োগের খবরে সোমবার (০৮ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এর আগে চেয়ারম্যান পদে পূণ:নিয়োগ হবে নাকি নতুন কেউ আসবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি ছিল। যা ৪ এপ্রিল শিবলীর পূণ:নিয়োগে প্রধানমন্ত্রীর সাক্ষরের মাধ্যমে দূর হয়ে গেছে। বিনিয়োগকারীদের মধ্য থেকেও কেটে গেছে এ নিয়ে থাকা অস্বস্তি।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের ৪ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের চেয়ারম্যান পদে পূণ:নিয়োগের খবরে সোমবার (০৮ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এর আগে চেয়ারম্যান পদে পূণ:নিয়োগ হবে নাকি নতুন কেউ আসবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি ছিল। যা ৪ এপ্রিল শিবলীর পূণ:নিয়োগে প্রধানমন্ত্রীর সাক্ষরের মাধ্যমে দূর হয়ে গেছে। বিনিয়োগকারীদের মধ্য থেকেও কেটে গেছে এ নিয়ে থাকা অস্বস্তি।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের ৪ বছরের জন্য নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামি মে মাসে। তবে বর্তমান কমিশনের আরও ৪ বছরের জন্য পূণ:নিয়োগের সুযোগ আছে। যা পেতে যাচ্ছে এই কমিশন।

এরই মধ্যে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসইসি চেয়ারম্যানের পুণ:নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন। গত ৩১ মার্চ শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও এক মেয়াদে পুণ:নিয়োগ দেওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এরপর ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।

বিএসইসি চেয়ারম্যানের পূণ:নিয়োগের বিষয়টি চূড়ান্ত হলেও কমিশনারদের এখনো ঝুঁলে রয়েছে। তবে কমিশনারদেরও পূণ:নিয়োগ পেতে যাচ্ছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

শিবলীর পূণ:নিয়োগ চূড়ান্ত হওয়ার পরে প্রথম কার্যদিবস সোমবার শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৬০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৪১৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২১ কোটি ৪৩ লাখ বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১৬ টি বা ৮০.৬১ শতাংশের। আর দর কমেছে ৩৬ টি বা ৯.১৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪০ টি বা ১০.২০ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫ টির, কমেছে ২৫ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৬৯৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৪ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ১৬৬১৫ পয়েন্টে।