বড় পতন দিয়ে নববর্ষকে বরণ করে নিল শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বড় পতন দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিল দেশের শেয়ারবাজার। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইলের যুদ্ধে এমন পতন হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। তবে ওই পতনরোধে কোন ভূমিকাই রাখতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের চেয়ারম্যান পদে পূণ:নিয়োগের খবর।
ঈদের পরে এবং বাংলা নববর্ষের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৭৯ পয়েন্টে। যা আগেরদিন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বড় পতন দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিল দেশের শেয়ারবাজার। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইলের যুদ্ধে এমন পতন হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। তবে ওই পতনরোধে কোন ভূমিকাই রাখতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের চেয়ারম্যান পদে পূণ:নিয়োগের খবর।
ঈদের পরে এবং বাংলা নববর্ষের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৭৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭৬ কোটি ৩১ লাখ টাকার বা ১৭ শতাংশ।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২ টি বা ৮.১০ শতাংশের। আর দর কমেছে ৩৩৬ টি বা ৮৫.০৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৭ টি বা ৬.৮৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩০ টির, কমেছে ১৩৫ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৫৪৪ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ১৬৭৩৩ পয়েন্টে।