অর্থ বাণিজ্য প্রতিবেদক : চারিদিকে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের উত্থানের খবর পাওয়া গেলেও বাংলাদেশ তার ব্যতিক্রম। এখানে প্রতিনিয়তই তলানিতে যাচ্ছে। যার অন্যতম কারন নিয়ন্ত্রক সংস্থার প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা। এরমধ্যে রবিবার (২৮ এপ্রিল) শেয়ারবাজারে বড় উত্থান হয়। তবে আস্থাহীনতায় সেই উত্থানের ঝলক একদিনেই শেষ। যাতে করে সোমবার (২৯ এপ্রিল) শেয়ারবাজারে পতন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৭০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : চারিদিকে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের উত্থানের খবর পাওয়া গেলেও বাংলাদেশ তার ব্যতিক্রম। এখানে প্রতিনিয়তই তলানিতে যাচ্ছে। যার অন্যতম কারন নিয়ন্ত্রক সংস্থার প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা। এরমধ্যে রবিবার (২৮ এপ্রিল) শেয়ারবাজারে বড় উত্থান হয়। তবে আস্থাহীনতায় সেই উত্থানের ঝলক একদিনেই শেষ। যাতে করে সোমবার (২৯ এপ্রিল) শেয়ারবাজারে পতন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৭০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৯৭ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬১৩ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৪৮ লাখ বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৬ টি বা ২১.৬৬ শতাংশের। আর দর কমেছে ২৭৭ টি বা ৬৯.৭৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৪ টি বা ৮.৫৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৫৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪ টির, কমেছে ১২৩ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৯৫৭ পয়েন্টে।