সূচক কমলেও বেড়েছে লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (৯ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (৯ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৬১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৪.৪৯ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৯১১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪১ কোটি ৭৮ লাখ টাকার বা ৪.৮০ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৩ টি বা ২৩.৭২ শতাংশের। আর দর কমেছে ২৫৮ টি বা ৬৫.৮১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪১ টি বা ১০.৪৫ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৫৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫ টির, কমেছে ১৩৭ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.৩১ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬২৩৮ পয়েন্টে।