শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (১৫ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫২৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৮১.১৪ পয়েন্ট।
বুধবার ডিএসইতে ৫২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকা। এ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (১৫ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫২৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৮১.১৪ পয়েন্ট।
বুধবার ডিএসইতে ৫২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩৮ কোটি ০৩ লাখ টাকার বা ২০.৭৭ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬১ টি বা ১৫.৪৪ শতাংশের। আর দর কমেছে ৩০১ টি বা ৭৬.২০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩ টি বা ৮.৩৫ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২ টির, কমেছে ১৭৪ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪.৫৬ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬০৬০ পয়েন্টে।