সূচক কমলেও বেড়েছে লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (২১ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৭১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৭.৬২ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৫৯১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৬১ কোটি ২১ লাখ টাকা। এ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (২১ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৭১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৭.৬২ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৫৯১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৬১ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৪১ লাখ টাকার বা ৫.৪১ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০২ টি বা ২৫.৯৫ শতাংশের। আর দর কমেছে ২৩৫ টি বা ৫৯.৭৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.২৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৪১ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬.৮২ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫৫৫৮ পয়্রেন্টে।