অর্থ বাণিজ্য প্রতিবেদক :   গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক টানা ও ভয়াবহ পতনে রয়েছে। এক্ষেত্রে লেনদেনও কমছে। এরমধ্যে বৃহস্পতিবারও (২৩ মে) দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে।

শেয়ারবাজারের এমন পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। যারা চোখেমূখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়তে শুরু করেছেন। নিয়মিত সিকিউরিটিজ শুন্য হচ্ছে বিনিয়োগকারীদের হাজার হাজার পোর্টফোলিও।

আজকের পতনে ডিএসইএক্স ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক টানা ও ভয়াবহ পতনে রয়েছে। এক্ষেত্রে লেনদেনও কমছে। এরমধ্যে রবিবারও (২৬ মে) দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে।

শেয়ারবাজারের এমন পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। যারা চোখেমূখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়তে শুরু করেছেন। নিয়মিত সিকিউরিটিজ শুন্য হচ্ছে বিনিয়োগকারীদের হাজার হাজার পোর্টফোলিও।

আজকের পতনে ডিএসইএক্স সূচকটি ২০২১ সালের ১৩ এপ্রিলের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২১ সালের ১২ এপ্রিল সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৫১৮৮ পয়েন্টে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৫০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৮.৭০ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩২২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০৮ কোটি টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৮৫ কোটি ২৫ লাখ টাকার বা ৩৬.৪৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১ টি বা ৮.১১ শতাংশের। আর দর কমেছে ৩২২ টি বা ৮৪.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৯ টি বা ৭.৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৪ টির, কমেছে ১৬৫ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭০ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫২৩২ পয়েন্টে।