অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি ঢাকা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। কোম্পানিটির ২০২৩ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

ঢাকা ইন্স্যুরেন্সে ৫৭ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এরমধ্যে ৩ বছরের বেশি সময় ধরে অবন্টিত রয়েছে (২০০৯-২০২০ সাল) ৪৯ লাখ টাকা। কিন্তু ৩ বছরের বেশি সময় ধরে অপ্রদানকৃত অবস্থায় থাকার পরেও ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি ঢাকা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। কোম্পানিটির ২০২৩ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

ঢাকা ইন্স্যুরেন্সে ৫৭ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এরমধ্যে ৩ বছরের বেশি সময় ধরে অবন্টিত রয়েছে (২০০৯-২০২০ সাল) ৪৯ লাখ টাকা। কিন্তু ৩ বছরের বেশি সময় ধরে অপ্রদানকৃত অবস্থায় থাকার পরেও বিএসইসির নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করেনি কোম্পানি কর্তৃপক্ষ।

অথচ বিএসইসির ২০২১ সালের ১৪ জানুয়ারি প্রকাশিত নির্দেশনায়, ৩ বছর বা তার বেশি সময় পরে থাকা অবন্টিত লভ্যাংশ সিএমএসএফে স্থানান্তরের জন্য বলা হয়েছে।

আরও পড়ুন......

ফেডারেল ইন্স্যুরেন্সে ১২ কোটি টাকার ভূয়া সম্পদ : আয়কর নিয়েও আছে ভুল তথ্য

এ বীমা কোম্পানি কর্তৃপক্ষ গত ৫ বছর ধরে গ্র্যাচ্যুইটি ফান্ড গঠন করে না। এর আগে ২০১৮ সালে অনুমানভিত্তিক ৬৭ লাখ টাকার গঠন করেছিল বলে জানিয়েছে নিরীক্ষক।

ঢাকা ইন্স্যুরেন্সের বকেয়া ১ কোটি ২২ লাখ টাকার সুদ রয়েছে। এরমধ্যে এফডিআর এর উপর বকেয়া সুদের পরিমাণ ১ কোটি ৩ লাখ টাকা। যা কোম্পানি কর্তৃপক্ষ অনুমানভিত্তিক হিসাব করেছে বলে জানিয়েছে নিরীক্ষক।

উল্লেখ্য, ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি ১৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৭১ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (২৮ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ৪৪.১০ টাকায়।