ডিএসইতে উত্থান, সিএসইতে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (৪ জুন) এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সিএসইতে মূল্যসূচক কমেছে। কিন্তু উভয় স্টক এক্সচেঞ্জে বেড়েছে লেনদেনের পরিমাণ।
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (৪ জুন) এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।তবেসিএসইতে মূল্যসূচক কমেছে। কিন্তু উভয় স্টক এক্সচেঞ্জে বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১.৯৬ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৫৯৩ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৯১ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২০১ কোটি ৪৮ লাখ টাকার বা ৫১.৪৫ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮১ টি বা ৪৫.৫৯ শতাংশের। আর দর কমেছে ১৪৭ টি বা ৩৭.০২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৯ টি বা ১৭.৩৮ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০ টির, কমেছে ৮৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৪৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৯৭০ পয়েন্টে।