আইডিএলসি ফাইন্যান্সের দর পতনের কারন নেই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার দর অস্বাভাবিক হারে কমছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়া উচিত না।
দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে অস্বাভাবিক দর বৃদ্ধি পাওয়া কোম্পানির পাশাপাশি দর পতনেরগুলো নিয়েও তথ্য প্রকাশের দাবি জানিয়ে আসছিল বিনিয়োগকারীরা। ডিএসই বরাবরই অস্বাভাবিক দর বৃদ্ধি পাওয়া কোম্পানির কারন অনুসন্ধান করে এবং কোন কারন না থাকলে, বিনিয়োগকারীদের সচেতন করার জন্য তথ্য প্রকাশ করে আসছিল। ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার দর অস্বাভাবিক হারে কমছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়া উচিত না।
দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে অস্বাভাবিক দর বৃদ্ধি পাওয়া কোম্পানির পাশাপাশি দর পতনেরগুলো নিয়েও তথ্য প্রকাশের দাবি জানিয়ে আসছিল বিনিয়োগকারীরা। ডিএসই বরাবরই অস্বাভাবিক দর বৃদ্ধি পাওয়া কোম্পানির কারন অনুসন্ধান করে এবং কোন কারন না থাকলে, বিনিয়োগকারীদের সচেতন করার জন্য তথ্য প্রকাশ করে আসছিল। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই পতনের কারন নেই, এমন কোম্পানিগুলোর বিষয়েও তথ্য প্রকাশের দাবি ছিল বিনিয়োগকারীদের। অবশেষে আইডিএলসি ফাইন্যান্সের দর পতনের কারন নেই বলে তথ্য প্রকাশ করল ডিএসই।
জানা গেছে, আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার দর পতন নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে কমছে।
উল্লেখ্য, আইডিএলসি ফাইন্যান্সের গত ১৩ মে শেয়ার দর ছিল ৩৩ টাকায়। যা ১২ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৭.৫০ টাকায়। অর্থাৎ গত সাড়ে ১ মাসে শেয়ারটির দর কমেছে ৫.৫০ টাকা বা ১৭ শতাংশ।