অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটির আগে শেষ দুই কার্যদিবস উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যে ধারাবাহিকতা বজায় রয়েছে ছুটির পরেও। ঈদের পরে ১ম কার্যদিবস ছোট উত্থান হলেও ২য় কার্যদিবস বৃহস্পতিবার (২০ জুন) দেশের উভয় শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৪ পয়েন্টে। যা আগের ৩ কার্যদিবসে বেড়েছিল ৯২ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৫২ কোটি ৯৪ লাখ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটির আগে শেষ দুই কার্যদিবস উত্থান হয় দেশের শেয়ারবাজারে। যে ধারাবাহিকতা বজায় রয়েছে ছুটির পরেও। ঈদের পরে ১ম কার্যদিবস ছোট উত্থান হলেও ২য় কার্যদিবস বৃহস্পতিবার (২০ জুন) দেশের উভয় শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৪ পয়েন্টে। যা আগের ৩ কার্যদিবসে বেড়েছিল ৯২ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৫২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২০৬ কোটি ৫০ লাখ টাকার বা ৮৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮৮ টি বা ৭৩.২৮ শতাংশের। আর দর কমেছে ৫৫ টি বা ১৩.৯৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০ টি বা ১২.৭২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১২১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২২ টির, কমেছে ৪৮ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৮৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়েছিল।