অর্থ বাণিজ্য প্রতিবেদক :   রবিবার (২৩ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮২.৭৪ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪৮৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫২ কোটি ৯৪ লাখ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (২৩ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮২.৭৪ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪৮৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫২ কোটি ৯৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮০ লাখ টাকার বা ৭.৪৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১১ টি বা ২৭.৮৮ শতাংশের। আর দর কমেছে ২৩২ টি বা ৫৮.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৩.৮১ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৯৯ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭.৮৯ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪৮২৪ পয়েন্টে।