অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের ২০২৩ সালের ব্যবসায় বড় লোকসান হয়েছে। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকেও বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩৫.১৭) টাকা। এ হিসাবে ১৭২ কোটি ৫৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৬০৬ কোটি ৯৪ লাখ টাকা।

এর আগে ২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১১.৯৫ টাকা করে মোট ২০৬ কোটি ২৪ লাখ টাকার লোকসান ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের ২০২৩ সালের ব্যবসায় বড় লোকসান হয়েছে। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকেও বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩৫.১৭) টাকা। এ হিসাবে ১৭২ কোটি ৫৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৬০৬ কোটি ৯৪ লাখ টাকা।

এর আগে ২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১১.৯৫ টাকা করে মোট ২০৬ কোটি ২৪ লাখ টাকার লোকসান হয়েছিল।

গত ৫ বছর বা ২০১৯ সাল থেকে লোকসানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। যে লোকসানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে গেছে (৫১.০৩) টাকা। অর্থাৎ কোম্পানিটি অবসায়নে শেয়ারহোল্ডাররা কোন কিছুই পাবেন না।

এই দুরাবস্থার কারন হিসেবে ঋণ খেলাপি হওয়ায় অতিরিক্ত সঞ্চিতি গঠন, নন-পারফর্মিং লোন খারাপ অবস্থার কারনে সঞ্চিতি বৃদ্ধি, সুদজনিত আয় কমে আসা ও শেয়ারবাজারের মন্দায় ব্রোকারেজ কমিশন আয় হ্রাসকে উল্লেখ করেছে ইউনিয়ন ক্যাপিটাল কর্তৃপক্ষ।