লোকসান কমেছে ২১ শতাংশ : তারপরেও ফেরার সুযোগ নেই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ২০২২ সালের ব্যবসায় ২১ শতাংশ লোকসান কমেছে। কিন্তু কোম্পানিটি এমন পর্যায়ে পৌছে গেছে, যেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। কারন এরইমধ্যে কোম্পানিটিতে সম্পদ ঋণাত্মক হয়ে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০২২ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১১.০৮ ) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১৪.০১) টাকা। এতে করে লোকসান কমেছে ২.৯৩ টাকা বা ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ২০২২ সালের ব্যবসায় ২১ শতাংশ লোকসান কমেছে। কিন্তু কোম্পানিটি এমন পর্যায়ে পৌছে গেছে, যেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। কারন এরইমধ্যে কোম্পানিটিতে সম্পদ ঋণাত্মক হয়ে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০২২ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১১.০৮ ) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১৪.০১) টাকা। এতে করে লোকসান কমেছে ২.৯৩ টাকা বা ২১ শতাংশ।
২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১২৪.৫৬) টাকায়।