অর্থ বাণিজ্য প্রতিবেদক :   গত সপ্তাহে (৭ -১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে উঠে এসেছে দেশবন্ধু পলিমার। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২৯.৮৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - গ্লোবার হেভী কেমিক্যালের ২৯.১৯ শতাংশ, স্যালভো কেমিক্যালের ২০.২৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৭.২৯ শতাংশ, আফতাব অটোর ১৫.২০ শতাংশ, ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৭ -১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে উঠে এসেছে দেশবন্ধু পলিমার। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২৯.৮৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - গ্লোবার হেভী কেমিক্যালের ২৯.১৯ শতাংশ, স্যালভো কেমিক্যালের ২০.২৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৭.২৯ শতাংশ, আফতাব অটোর ১৫.২০ শতাংশ, এনআরবি ব্যাংকের ১৫.০০ শতাংশ, বীচ হ্যাচারীর ১৪.৫৭ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগে ১৪.৫৬ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ১৪.৪৯ শতাংশ ও এইচ আর টেক্সটাইলের ১৩.০৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।