অর্থ বাণিজ্য প্রতিবেদক :  গত সপ্তাহে (৭-১১ জুলাই) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৭ হাজার ৪১১ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৮০.৫৬ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৬৫২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৭ হাজার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৭-১১ জুলাই) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৭ হাজার ৪১১ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৮০.৫৬ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৬৫২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৭ হাজার ৪১১ কোটি টাকা বা ১.১০ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৬৩ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৮৪ কোটি ৬৫ লাখ টাকার বা ৮০.৫৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.২২ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫০৬.৭৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.১৭ পয়েন্ট বা (০.১০) শতাংশ কমে দাঁড়িয়েছে ১২০৭.৫৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২০ টির বা ৫৫.৫৫ শতাংশের, কমেছে ১৫৪ টির বা ৩৮.৮৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির বা ৫.৫৫ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬১ কোটি ৯০ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৪ পয়েন্ট বা ১.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৭৫৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৬ টির দর বেড়েছে ৮৭ টির দর কমেছে এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে।