ইপিএস বেড়েছে ৬০ শতাংশ কোম্পানির

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৪) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে ১২টি বা ৬০ শতাংশ কোম্পানির ইপিএস বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ২০ কোম্পানির ৬ মাসের ব্যবসার তথ্য প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ১২ কোম্পানির মুনাফা বেড়েছে, ৭ কোম্পানির মুনাফা কমেছে ও ১টি কোম্পানির লোকসান বেড়েছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৪) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে ১২টি বা ৬০ শতাংশ কোম্পানির ইপিএস বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ২০ কোম্পানির ৬ মাসের ব্যবসার তথ্য প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ১২ কোম্পানির মুনাফা বেড়েছে, ৭ কোম্পানির মুনাফা কমেছে ও ১টি কোম্পানির লোকসান বেড়েছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম |
৬ মাসের ইপিএস (জানু;-জুন ২০২৪) |
৬ মাসের ইপিএস (জানু:-জুন ২০২৩) |
হ্রাস-বৃদ্ধির হার |
আইএফআইসি ব্যাংক |
০.৩৩ |
০.৫৬ |
(৪১%) |
ফেডারেল ইন্স্যুরেন্স |
০.৫৪ |
০.৬৫ |
(১৭%) |
ডাচ-বাংলা ব্যাংক |
২.৩২ |
২.৭৩ |
(১৫%) |
হাইডেলবার্গ সিমেন্ট |
৭.৪৫ |
৮.৪৬ |
(১২%) |
আইসিবিআই ব্যাংক |
(০.৪২) |
(০.৩৯) |
(৮%) |
এক্সিম ব্যাংক |
১.১৪ |
১.২১ |
(৬%) |
প্রগতি ইন্স্যুরেন্স |
২.৪৬ |
২.৪৮ |
(১%) |
রূপালি ইন্স্যুরেন্স |
০.৭৫ |
০.৭৬ |
(১%) |
রবি আজিয়াটা |
০.৪১ |
০.১৩ |
২১৫% |
ব্র্যাক ব্যাংক |
২.৯৫ |
১.৭৫ |
৬৯% |
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স |
১.৮২ |
১.১২ |
৬৩% |
পূবালি ব্যাংক |
৩.৭৩ |
২.৪১ |
৫৫% |
গ্লোবাল ব্যাংক |
০.৯৭ |
০.৭০ |
৩৯% |
বিডি ফাইন্যান্স |
০.৩৩ |
০.২৪ |
৩৮% |
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স |
৪.৬৩ |
৩.৬০ |
২৯% |
যমুনা ব্যাংক |
৩.৭৯ |
৩.১৬ |
২০% |
লিন্ডে বিডি |
২১.৫৬ |
১৮.৪১ |
১৭% |
এসআইবিএল |
০.৫৩ |
০.৪৬ |
১৫% |
কর্ণফুলি ইন্স্যুরেন্স |
১.১২ |
১.০৭ |
৫% |
নর্দার্ণ ইন্স্যুরেন্স |
১.০৫ |
১.০২ |
৩% |