১৭৩ কোটি টাকার কোম্পানির ২০৬ কোটি লোকসান

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের আগের ৩ বছরের ন্যায় ২০২২ সালের ব্যবসায়ও লোকসান হয়েছে। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকেও বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০২২ সালের ব্যবসায়িক বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১১.৯৫) টাকা। এ হিসাবে ১৭২ কোটি ৫৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২০৬ কোটি ২৩ লাখ টাকা।
এই কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১৫.৮৬) টাকায়। অর্থাৎ ...
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের আগের ৩ বছরের ন্যায় ২০২২ সালের ব্যবসায়ও লোকসান হয়েছে। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকেও বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০২২ সালের ব্যবসায়িক বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১১.৯৫) টাকা। এ হিসাবে ১৭২ কোটি ৫৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২০৬ কোটি ২৩ লাখ টাকা।
এই কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১৫.৮৬) টাকায়। অর্থাৎ কোম্পানিটির মোট ঋণাত্মক সম্পদের পরিমাণ ২৭৩ কোটি ৭০ লাখ টাকা। যার অর্থ কোম্পানিটির সম্পদের চেয়ে দায় বেশি। ফলে কোম্পানিটিকে এখন অবসায়ন করা হলে শেয়ারহোল্ডাররা ১ টাকাও পাবেন না।
এর আগে ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ৮.০৩ টাকা করে মোট ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার লোকসান হয়েছিল। যার পরিমাণ ২০২০ সালে ছিল শেয়ারপ্রতি ৩.০৮ টাকা করে মোট ৫৩ কোটি ২৪ লাখ টাকা।
এর আগের বছর ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ৬.১৩ টাকা করে মোট ১০৫ কোটি ৭৪ লাখ টাকার লোকসান হয়েছিল।