অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ হতে পারে আজ (১৩ আগস্ট)। এ পদে নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি যাচাই-বাছাই করা হচ্ছে। এ পদে নিয়োগে আলোচনায় রয়েছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) এর বর্তমান কর্মকর্তা ফয়সাল আহমেদ ও সাবেক কর্মকর্তা এম মাশরুর রিয়াজ। বর্তমানে তিনি পলিসি এক্সচেঞ্জ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ হতে পারে আজ (১৩ আগস্ট)। এ পদে নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি যাচাই-বাছাই করা হচ্ছে। এ পদে নিয়োগে আলোচনায় রয়েছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) এর বর্তমান কর্মকর্তা ফয়সাল আহমেদ ও সাবেক কর্মকর্তা এম মাশরুর রিয়াজ। বর্তমানে তিনি পলিসি এক্সচেঞ্জ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে জানিয়েছে, আজকের মধ্যে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগের কাজ চলছে।

ফয়সাল আহমেদ বর্তমানে আইএমএফের ভুটান মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালের মে মাস থেকে তিনি এ পদে আছেন। এছাড়া ভারতে আন্তর্জাতিক এ সংস্থার সিনিয়র ডেস্ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আইএমএফ মিশন প্রধান হিসেবে যোগ দেওয়ার আগে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা এবং চিফ ইকোনোমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত কম্বোডিয়ায় আইএমএফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ছিলেন। তিন মাসের জন্য তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের এক্সটার্নাল রিসার্স ইকোনোমিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়, মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের একজন সিনিয়র অর্থনীতিবিদ এবং আইএমএফের উদীয়মান বাজার সার্ভিল্যান্স দলের মূল সদস্য ছিলেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং ঋণ বাজার উন্নয়নে আইএমএফটিএ মিশন প্রধান হিসেবেও কাজ করেছেন।